Posts

আল্লাহ্‌ তার বান্দাকে যেভাবে হেফাজত করেন...

আল্লাহ্‌ তার বান্দাকে কীভাবে হেফাজত করেন সেই বিষয়ে ইবনে রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন, "বান্দার দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ্‌র আরেকটি পদ্ধতি হলো বান্দার দুনিয়াবি কামনা ব্যর্থ করে দেওয়া। বান্দা হয়তো নেতৃত্ব বা ব্যবসা-বাণিজ্যের মতো কোনো দুনিয়াবি জিনিসের পেছনে ছুটছে। কিন্তু এটা তার দ্বীনের জন্য কল্যাণকর নয় বলে আল্লাহ্‌ তাকে লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দেন। বান্দা এর পেছনে আল্লাহ্‌র হিকমাহ বুঝতে না পেরে দুঃখিত হয়ে যায়। . ইবনে মাসউদ (রাঃ) বলেন, “বান্দা হয়তো ব্যবসায় বা নেতৃত্বে র জন্য তোড়জোড় করে এই আশায় যে, তা তার জন্য সহজ করে দেওয়া হবে। আল্লাহ্‌ তাকে দেখে ফেরেশতাদের আদেশ দেন, ‘তাকে এ থেকে বিরত রাখো। কারণ আমি যদি তার জন্য এটির ইচ্ছা করতাম, তাহলে তাকে জাহান্নামে প্রবেশ করাতাম।’ ফলে আল্লাহ্‌ তাকে এ কাজ থেকে বিরত রাখবেন। বান্দা রাগে-দুঃখে বলতে থাকবে, ‘অমুক আমাকে হারিয়ে দিলো! তমুক আমাকে ছাড়িয়ে গেলো!’ অথচ এ সবই আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলার দয়া।” . আরো আশ্চর্যের বিষয় হলো, বান্দা হয়তো কোনো নেক আমল করতে তৎপরতা চালাচ্ছে, কিন্তু তা তার জন্য সর্বশ্রেষ্ঠ পথ নয়। ফলে আল্লাহ্‌ তার ও তার আমলের মা

This Week’s Top Stories About Travel

The Aravalli hills are an extended chain of lowrise mountains that when harbored abundant wildlife and forests. Although the dry deciduous forests still abound they need faced an incredible amount of denudation thanks to the rising population of humans and livestock which creates unsustainable biotic pressures. There are few pockets of dense jungles that also survive and are capable of harboring the large cats and Ranthambore is one such jungle. it's one among the foremost popular tiger reserve and a conservation unit. While within the early period this century they big cats had almost lost ground completely but they were eventually saved by the Project Tiger Program a Government of India initiative. Today the park is home to around fifty Bengal tigers along side many other enchanting mammals, reptiles, and birds. The destination may be a biodiversity hub and subject to several studies and research by the scientific fraternity everywhere the planet . In recent times before independ

Turn To Allah Before You Return To Allah.

Wikipedia তথ্য অনুযায়ী প্রতিদিন পৃথিবীতে 1,50,000+ মানুষ মৃত্যুবরণ করে, অন্যদিকে Worldometer এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছে 6,414+ মানুষ। 1,50,000 — 6,414 = 1,43,586 জন মানুষ কিন্তু আপনার-আমার মতো করোনায় আতঙ্কিত ছিলো কিন্তু তাদের মৃত্যু হয়েছে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে করোনায় না, সুতরাং আমাদের 95℅ মৃত্যুর সম্ভবনা অন্য কোন মাধ্যমে (যদি হায়াত শেষ হয়ে থেকে) করোনায় না। So... Turn To Allah Before You Return To Allah.

Corona virus pandemic

কিছু সময় কোয়ারান্টাইনে থাকতে হবে বলে তার জন্য সাধ্য মতো প্রস্তুতি নিলাম, কবরে যে দীর্ঘ সময় কোয়ারান্টাইনে থাকতে হবে তার জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? আল্লাহর কাছে পৌছার পূর্বে আল্লাহর দিকে ফিরে আসি।

সুন্নাহর আলোকে সাহু সিজদা

ছালাতে ভুলক্রমে কোন ‘ওয়াজিব’ তরক হয়ে গেলে শেষ বৈঠকের শেষে সালাম ফিরানোর পূর্বে ‘সিজদায়ে সহো’ দিতে হয়। রাক‘আতের গণনায় ভুল হ’লে বা সন্দেহ হ’লে বা কম বেশী হয়ে গেলে বা ১ম বৈঠকে না বসে দাঁড়িয়ে গেলে ইত্যাদি কারণে এবং মুক্তাদীগণের মাধ্যমে ভুল সংশোধিত হ’লে ‘সিজদায়ে সহো’ আবশ্যক হয়। শাওকানী বলেন, ওয়াজিব তরক হ’লে ‘সিজদায়ে সহো’ ওয়াজিব হবে এবং সুন্নাত তরক হ’লে ‘সিজদায়ে সহো’ সুন্নাত হবে।[1] অতএব ছালাতে ক্বিরাআত ভুল হ’লে বা সের্রী ছালাতে ভুলবশত ক্বিরাআত জোরে বা তার বিপরীত হয়ে গেলে সহো সিজদার প্রয়োজন নেই। নিয়ম : (১) যদি ইমাম ছালাতরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন কিংবা সরবে ‘সুবহানাল্লাহ’ বলার মাধ্যমে লোকমা দিয়ে মুক্তাদীগণ ভুল ধরিয়ে দেন, তবে তিনি শেষ বৈঠকের শেষে সালামের আগে তাকবীর দিয়ে পরপর দু’টি ‘সিজদায়ে সহো’ দিবেন। অতঃপর সালাম ফিরাবেন।[2] (২) যদি রাক‘আত বেশী পড়ে সালাম ফিরিয়ে দেন, অতঃপর ভুল ধরা পড়ে, তখন (পূর্বের ন্যায় বসে) তাকবীর দিয়ে ‘সিজদায়ে সহো’ করে সালাম ফিরাবেন। [3] (৩) যদি রাক‘আত কম করে সালাম ফিরিয়ে দেন। তখন তাকবীর দিয়ে উঠে দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবেন ও সালাম ফিরাবেন। অতঃপর (তাকবীর সহ)

The best ideal

Image
রাসূল (স.) তোমাদের যা আদেশ দেন, তা তোমরা গ্রহণ কর এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাক। (সূরা হাশর : আয়াত ৭) তোমাদের জন্য আল্লাহর রাসূল (স.) এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। (সূরা আহযাব : আয়াত ২১) রাসূল (স.) এর জীবন-যাত্রাই হচ্ছে সর্বোত্তম জীবনযাত্রা। [মিশকাত শরীফ, পৃষ্ঠা-২৭]